ঘূর্ণিঝড় গুলাব; রবিবার রাতে উপকূল অতিক্রম
নিজস্ব প্রতিবেদক: | প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২১, ১৮:৩২
বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় ’গুলাব’ রবিবার মধ্যরাত নাগাদ ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে। উপকূল থেকে বেশ দূরে এবং এর গতি ভারতমুখী থাকায় বাংলাদেশের দিকে এগিয়ে আসার সম্ভাবনা নেই বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
২৪ সেপ্টেম্বর শনিবার, দিনের শেষে বঙ্গোপসাগরের সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেয়। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানকারী ঘূর্ণিঝড় ‘গুলাব’ পশ্চিম দিকে এগিয়ে রবিবার মধ্যরাত নাগাদ ভারতের অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তম উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিঃমিঃ-এর মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘন্টায় ৬২ কিঃমিঃ, যা দমকা বা ঝড়ো হাওয়া আকারে ৮৮ কিঃমিঃ পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
ঘূর্ণিঝড় গুলাব এলাকায় সাগর উত্তাল রয়েছে। তবে বেশ দূরে থাকায় তেমন একটা প্রভাব নেই উত্তর বঙ্গোপসাগরের বাংলাদেশ উপকূলে। এ কারণে দেশের সমুদ্রবন্দরগুলোকে ২ নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। সাগরে মাছ ধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকা এবং গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
এদিকে ঘূর্ণিঝড় ‘গুলাব’ উপকূল অতিক্রমের পর সোমবার সারাদেশে মেঘ-বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বিশেষ করে দেশের উপকূলীয় এলাকা এবং উত্তর-পূর্বে সিলেট বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
এনএফ৭১/জুআসা/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।