আবারও গণতন্ত্র হুমকিতে না পড়ে—সতর্ক করলেন ফখরুল
জনগণের অধিকারেই রাষ্ট্রের ভবিষ্যৎ: তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩১ জুলাই ২০২৫, ১৬:২৭

সরকারের যেকোনো ভুল সিদ্ধান্তে মাথাচাড়া দিতে পারে ফ্যাসিস্ট শক্তি—সাফ হুঁশিয়ারি দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল সাভারের আশুলিয়ায় এক গণসমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই মন্তব্য করেন। আয়োজনটি ছিল—‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি’ ও আশুলিয়ার শহিদদের স্মরণে।
তারেক রহমান বলেন—জনগণ কারও হাতে ক্ষমতা তুলে দিতে নয়, নিজেদের অধিকার আদায়ের জন্য লড়ছে। আর সুশাসনের একমাত্র পথ—নাগরিকদের মতামতকে প্রাধান্য দিয়ে দেশ চালানো।
তিনি জোর দিয়ে বলেন: নির্বাচনের মাধ্যমেই মানুষ তাদের প্রতিনিধি নির্বাচন করতে চায়। অবাধ, সুষ্ঠু নির্বাচন ছাড়া রাজনৈতিক স্থিতিশীলতা আসবে না।
তারেক রহমান আরও বলেন: রাজনীতি ও রাষ্ট্রের মূল শক্তি জনগণ। তাদের অবজ্ঞা করে কোনো ফ্যাসিস্ট শাসন টিকতে পারে না। তিনি আশুলিয়ার ‘জুলাই শহিদদের’ স্মরণে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের প্রতিশ্রুতিও দেন।
এরপর মঞ্চে বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন—ক্ষমতায় থাকতে নির্বিচারে মানুষ হত্যা করেছিল পতিত সরকার। শেখ হাসিনা তখন ভারতে পালিয়ে গিয়েছিলেন, এখনো দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টায় আছেন।
তিনি সরকারকে সতর্ক করে বলেন: আবার যেন এমন কিছু না ঘটে, যাতে গণতন্ত্র আরও ব্যাহত হয়। সকল সমস্যার রাজনৈতিক সমাধান করতে হবে নির্বাচনের মাধ্যমেই।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।