রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১

খুনিরা ক্ষমতায় টিকতে পারে না: প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৩ নভেম্বর ২০২০, ১৯:৪৫

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

‘খুন করে ক্ষমতা দখল করা যায় কিন্তু জনগণের সমর্থন ছাড়া তা টিকিয়ে রাখা যায় না’ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে একথা জানান প্রধানমন্ত্রী।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, স্বাধীন বাংলাদেশকে যারা মানতে পারেনি তারাই ছিল ১৫ আগস্ট এবং ৩ নভেম্বরের খুনি। জিয়াউর রহমান ও মোস্তাক খুনিদের রাতের অন্ধকারে জেলখানায় ঢোকার ব্যবস্থা করে দেয়। এই খুনিচক্র এখনো সক্রিয় বলেও জানান শেখ হাসিনা।

শেখ হাসিনা বলেন, এই চক্রটি শুধু দফায় দফায় আওয়ামী লীগের শীর্ষ থেকে তৃণমূল পর্যায়ের নেতাদের হত্যায় করে ক্ষান্ত হননি। রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করে এলিট শ্রেণী তৈরি করেছে এবং তরুণ মেধাবীদের হতে অস্ত্র তুলে দিয়েছে। বিকৃতি করেছে দেশের ইতিহাস।

তিনি বলেন, যারা অবৈধভাবে ক্ষমতায় আসে তারা কখনো দেশে গণতন্ত্র দিতে পারে না। আওয়ামী লীগ সরকার দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করলেও বিএনপির দুর্নীতির কারণে দেশের সুনাম নষ্ট হয়। শেখ হাসিনা বলেন, জনগণের সমর্থন নিয়ে আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আছে।

ভোট চুরির অপরাধে বিএনপিকে দেড় মাসের মধ্যে ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যেতে হয়েছে বলে স্মরণ করিয়ে দেন শেখ হাসিনা।

এনএফ৭১/আরআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top