৩৬তম স্প্যানে দৃশ্যমান হলো পদ্মা সেতুর ৫৪০০ মিটার

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৬ নভেম্বর ২০২০, ১৪:৩৯

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মাসেতুর ‘ওয়ান-বি’ পিলারের ওপর ৩৬তম স্প্যান বসানোর মাধ্যমে দৃশ্যমান হলো সেতুর ৫ হাজার ৪০০ মিটার। ৩৫তম স্প্যান বসানোর ৬ দিনের মাথায় বসলো ৩৬তম স্প্যানটি।

শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৯টা ৪২ মিনিটের দিকে স্প্যানটি বসানো হয়েছে বলে নিশ্চিত করেছেন সেতুর নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প ব্যবস্থাপক দেওয়ান আবদুল কাদের।

তিনি বলেন, পরিস্থিতি অনুকূলে থাকলে বাকি স্প্যান ডিসেম্বরের মধ্যেই বসানো হবে। ১১ নভেম্বর পিলার ৯ ও ১০ নম্বরে ৩৭তম স্প্যান, ১৬ নভেম্বর পিলার ১ ও ২ নম্বরে ৩৮তম স্প্যান, ২৩ নভেম্বর পিলার ১০ ও ১১ নম্বরে ৩৯তম স্প্যান, ২ ডিসেম্বর পিলার ১১ ও ১২ নম্বরে ৪০তম স্প্যান ও সর্বশেষ ৪১ নম্বর স্প্যানটি বসবে ১০ ডিসেম্বর ১২ ও ১৩ নম্বর পিলারের উপর।

প্রসঙ্গত, ২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু করা হয়। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর পিলারে প্রথম স্প্যানটি বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হয় পদ্মা সেতু। ৬,১৫০ মিটার (৬.১৫ কিলোমিটার) দৈর্ঘ্যর পদ্মাসেতুতে মোট ৪২টি পিলারে বসানো হবে ৪১টি স্প্যান।

এনএফ৭১/জেএস/আরআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top