গাজায় জিম্মি মুক্তি শর্তে হামাসের ৬০ দিনের যুদ্ধবিরতি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ আগষ্ট ২০২৫, ১৩:৩৬

ছবি: সংগৃহীত

হামাসের দেওয়া ৬০ দিনের যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময়ের প্রস্তাব এখন গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে ইসরাইল। তবে তাদের শর্ত স্পষ্ট—যুদ্ধ শেষ হবে কেবল তখনই, যখন গাজায় থাকা ৫০ জন জিম্মির সবাই মুক্তি পাবে।

হামাসের প্রস্তাবে রয়েছে—১০ জন জীবিত ও ১৮ জন মৃত জিম্মির বিনিময়ে ২০০ ফিলিস্তিনি বন্দির মুক্তি, আংশিক সেনা প্রত্যাহার এবং আরও বেশি ত্রাণ প্রবেশের অনুমতি।

ইসরাইল সবধহযিরষব গাজা সিটি দখলের চার ধাপের পরিকল্পনা করেছে—মানবিক অবকাঠামো তৈরি, জনগণকে সরিয়ে নেওয়া, শহর ঘেরাও এবং স্থল অভিযান।

দেশের ভেতরে হাজারো মানুষ যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির দাবিতে রাস্তায় নেমেছে। তবে নেতানিয়াহু তার কট্টর ডানপন্থি জোটসঙ্গীদের চাপে রয়েছেন, যারা যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে। এরই মধ্যে দখলদার ইসরাইলের হামলায় গাজায় প্রাণ গেছে ৬২ হাজারেরও বেশি মানুষের। টানা অবরোধে মানবিক বিপর্যয় চরমে পৌঁছেছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top