শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

সমবায় সদস্যদের জণকল্যাণে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৭ নভেম্বর ২০২০, ১৪:৩৭

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

তাৎক্ষণিক লাভের আশা না করে, সমবায় সদস্যদের জণকল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঋণ নিয়ে কিস্তি পরিশোধে কেউ যেন দেশান্তরিত না হয়, সেজন্য ক্ষুদ্র সঞ্চয়ের উপর জোর দেন শেখ হাসিনা।

শনিবার (৭ নভেম্বর) ‘৪৯তম জাতীয় সমবায় দিবস-২০২০’ উদযাপন এবং ‘জাতীয় সমবায় পুরস্কার-২০১৯’ প্রদান অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। এ সময়, ১০ টি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে সমবায় পুরস্কার তুলে দেয়া হয়।

সমবায়ের মাধ্যমেই দেশের উন্নয়ন সম্ভব জানিয়ে গ্রামীণ জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। কোনো জমি অনাবাদী না রাখার আহ্বান জানিয়ে উৎপাদিত পণ্য সঠিক নিয়মে বাজারজাত করার পরামর্শও দেন শেখ হাসিনা।

সমবায় এমন একটি প্রতিষ্ঠান যেখানে সম্মিলিতভাবে সবার কল্যাণ হয়। দেশের গ্রামীণ আর্থ-সামাজিক উন্নয়ন ও দারিদ্র্য কমাতে সরকারি উদ্যোগ বাস্তবায়ন করে থাকে সমবায় বিভাগ। বর্তমানে দেশে প্রায় দুই লাখ সমবায় প্রতিষ্ঠানে ১০ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে।

এনএফ৭১/আরআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top