রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৮ নভেম্বর ২০২০, ১৩:০২

নিজস্ব প্রতিবেদক:

রাজধানী ঢাকায় ক্রমাগত বেড়ে চলেছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। গত এক সপ্তাহে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮৫ জন ভর্তি হয়েছেন।

শনিবার (৭ নভেম্বর) পর্যন্ত হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা প্রায় অর্ধশতাধিক। গত ২৪ ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছেন আরও ১৫ জন।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, ৭ নভেম্বর পর্যন্ত হাসপাতালে ভর্তি ৫২ জনের মধ্যে ঢাকা শিশু হাসপাতালে ২ জন, বিজিবি হাসপাতালে ৩ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ৩ জন, সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৯ জন এবং বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে ৪৩ জন ভর্তি ছিলেন।

প্রসঙ্গত, এ বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৭১২ জন। সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ৬৫৫ জন।

এনএফ৭১/জেএস/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top