শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

অনির্দিষ্টকালের জন্য স্থগিত বাংলাদেশ বিমানের কলকাতা ফ্লাইট

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৯ নভেম্বর ২০২০, ১৩:২৬

নিজস্ব প্রতিবেদক:

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কলকাতার ফ্লাইট ১২ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছেন বিমান কর্তৃপক্ষ।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিসিয়াল ওয়েবসাইটের নোটিশ বোর্ডে এ তথ্য জানানো হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

অবশ্য ফ্লাইট স্থগিতের বিষয়ে কোন সুস্পষ্ট কারণ না থাকলেও বর্তমানে ভারতের ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকায় কলকাতা রুটের যাত্রী সঙ্কটকে দায়ী করছেন অনেকে।

প্রসঙ্গত, ২৮ অক্টোবর থেকে ‘এয়ার বাবল’ প্যাকেজ চুক্তির আওতায় ভারতের ৩ টি রুটে (কলকাতা, দিল্লি ও চেন্নাই) সপ্তাহে তিনটি করে ফ্লাইট চালু করেছিল বিমান।

তাছাড়া, ঢাকা-কলকাতা এবং ঢাকা ও চট্টগ্রাম-চেন্নাই রুটে ফ্লাইট পরিচালনা করছে বেসরকারি বিমান পরিবহন সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স।

তবে অনুমতি পাওয়া সত্ত্বেও এখনো ভারত রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেনি নভোএয়ার।

বর্তমানে বাংলাদেশি যাত্রীরা ব্যবসায়িক, মেডিকেল/মেডিকেল এটেনডেন্ট, স্টুডেন্ট ভিসা, রিসার্চ, কনফারেন্স, এমপ্লয়মেন্ট ও ট্রেনিং ভিসায় দেশটিতে যেতে পারলেও ট্যুরিস্ট ভিসা স্থগিত রেখেছে ভারত। এবং সব যাত্রীর জন্য বাধ্যতামূলক করেছে ৭২ ঘণ্টার মধ্যে কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট।

এনএফ৭১/জেএস/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top