রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১

ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১২ নভেম্বর ২০২০, ১২:২৭

নিজস্ব প্রতিবেদক:

মহামারি করোনার মধ্যেই শুরু হয়েছে ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে টানা ভোটগ্রহণ। দুটি আসনেই ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে চলছে ভোট গ্রহণ।

ইসি জানায়, অন্য নির্বাচনের মত এ নির্বাচনে থাকছে না কোন সাধারণ ছুটি। শুধুমাত্র যে সব শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থাপনা ভোট কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে সেগুলো বন্ধ থাকবে। এছাড়া যানবাহন চলাচলে নিষেধাজ্ঞাও শিথিল করা হয়েছে।

ইসির নির্বাচন পরিচালনা সূত্র থেকে জানা যায়, ঢাকা-১৮ আসনে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিসহ মোট ৬টি রাজনৈতিক দলের ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনের মোট ভোটার ৫ লাখ ৭৭ হাজার ১৮৮ জন।

আর সিরাজগঞ্জ-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন শুধু আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থী। এ আসনের মোট ভোটার ৩ লাখ ৪৫ হাজার ৬০৩জন।

এদিকে, সুষ্ঠু ভাবে ভোট গ্রহণ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির প্রার্থীরা। তবে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ হচ্ছে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগ প্রার্থীরা।

এনএফ৭১/জেএস/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top