বিএনপি সন্ত্রাসে বিশ্বাস করে না: ফখরুল
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২০, ১৭:৪৪
নিজস্ব প্রতিবেদক:
বিএনপি সন্ত্রাসে বিশ্বাস করে না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গণতন্ত্রকে বিশ্বাস করে বলে এখনো প্রত্যেকটা নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে।
শনিবার (১৪ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা-১৮ এবং সিরাজগঞ্জ-১ উপনির্বাচনে ‘ভোট ডাকাতির’ প্রতিবাদে এক প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।
ফখরুল বলেন, সরকার পরিকল্পিতভাবে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। এছাড়া তারা গণতন্ত্র ব্যবস্থাকেও ধ্বংস করে দিয়েছে।
তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার বলেছেন বাংলাদেশ নির্বাচন কমিশন আমেরিকা নির্বাচন কমিশনের থেকে উন্নত। কারণ তারা ৫ দিনেও নির্বাচনের ফলাফল ঘোষণা করতে পারে না সেখানে আমরা পাঁচ মিনিটে ফলাফল ঘোষণা করতে পারি। আপনারা তো পারবেন, কারণ আপনাদের ফলাফল আগে থেকেই তৈরি করা থাকে।
মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশন অযোগ্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচন থেকে দেখছি, যতগুলো নির্বাচন এই সরকারের অধীনে নির্বাচন কমিশনের মাধ্যমে হয়েছে প্রত্যেকটা নির্বাচন লুট করা হয়েছে।
এনএফ৭১/আরআর/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।