শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

মুক্তিযোদ্ধার মৃত্যুতে রাষ্ট্রীয় সম্মানে নতুন আদেশ

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২০, ১৮:০৯

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ সরকার বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে এখন থেকে নতুন ভাবে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করার সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে ১০ নভেম্বর একটি আদেশও জারি করেছে কর্তৃপক্ষ।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় একটি বিবৃতিতে জানানো হয়, এখন থেকে কোন বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হলে তা অবশ্যই সংশ্লিষ্ট জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানাতে হবে। তবে এই সকল মুক্তিযোদ্ধাদের নাম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটের প্রমাণক গুলির যেকোনো একটিতে থাকতে হবে।

যদি জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার রাষ্ট্রের কোন গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকে তবে পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক অথবা সহকারী কমিশনার (ভূমি) কে এক্ষেত্রে অবশ্যই উপস্থিত থাকতে হবে।

সম্মান প্রদর্শনের বিষয়ে বলা হয়েছে, মৃত মুক্তিযোদ্ধার কফিনটিকে জাতীয় পতাকা দিয়ে আবৃত করে রাখতে হবে। তারপর উপস্থিত সরকার প্রতিনিধি সেই কফিনটিতে ফুল দিয়ে সম্মান প্রদর্শন করবেন। এসময় সশস্ত্র সালাম প্রদান এবং বিউগলে করুণ সুর বাজাতে হবে। মৃত মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করা হবে। তবে তাকে সমাধিস্থ করার পূর্বে জাতীয় পতাকাটি খুলে ফেলতে হবে।

এনএফ৭১/আরওয়াই/আরআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top