রায় দ্রুত কার্যকরের দাবি বুয়েট শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২১, ০৪:১৪

রায় দ্রুত কার্যকরের দাবি বুয়েট শিক্ষার্থীদের

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন দণ্ড দিয়ে রায় দেওয়া হয়েছে। বুধবার (৭ ডিসেম্বর) এ রায় ঘোষণা করেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১–এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান।

রায় ঘোষণার পর প্রতিক্রিয়া জানিয়েছেন বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা। এক বিবৃতিতে তারা বলেন, ‘আমরা মনে করি, এই রায়ের মাধ্যমে সকলের আস্তার প্রতিফলন ঘটেছে। আমরা এই রায়ের দ্রুত কার্যকরের দাবি জানাচ্ছি এবং আবরারের পরিবারের সাথে একাত্মতা পোষণ করে আশাবাদ ব্যক্ত করছি যে, এই রায় শেষ পর্যন্ত বহাল থাকবে। এই রায় বাংলাদেশের ইতিহাসে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। একই সাথে আমাদের প্রত্যাশা, ভবিষ্যতে বাংলাদেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র-শিক্ষক; কাউকেই যেন রাজনৈতিক অপসংস্কৃতির বলি না হতে হয়।’

বিবৃতিতে শিক্ষার্থীরা সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে পলাতক ৩ জনকে (এহতেশামুল রাব্বি তানিম, মুজতবা রাফিদ, মোর্শেদ-উজ-জামান মন্ডল জিসান) দ্রুততম সময়ে আইনের আওতায় আনার দাবি জানান।

এনএফ৭১/এমএ/২০২১

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top