শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

শীর্ষ বিজ্ঞানীদের তালিকায় মীর্জা হাছানুজ্জামান

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২০, ১৯:১৬

নিজস্ব প্রতিবেদক:

বিশ্বের সকল সেরা বিজ্ঞানীদের মাঝে নাম লেখালেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মীর্জা হাছানুজ্জামান। বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীদের মাঝে উঠে এসেছে তার নামটি। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের প্রকাশ করা এক রিপোর্টে এই তালিকাটি করা হয়েছে।

প্রতিবেদনটি গবেষণাপত্রের সাইটেশনের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এসময় বিজ্ঞানের নানা শাখায় ১ লাখ ৫৯ হাজার ৬৮৩ জন বিজ্ঞানীর তালিকা অন্তর্ভুক্ত করা হয়।

বাংলাদেশ থেকে মোট ২৬ জনের নাম এ তালিকায় জায়গা করে নিয়েছে। তাদের ভেতর অধ্যাপক ড. মীর্জা হাছানুজ্জামান এক জন, যিনি প্ল্যান্ট বায়োলজি অ্যান্ড বোটানি” ক্যাটাগরিতে স্থান করে নিয়েছেন।

এদিকে বেশ কিছু আন্তর্জাতিক জার্নালে ১৪৮টি মত প্রকাশনা আছে তার। বিভিন্ন সময় এই গুণী ব্যক্তিকে তার কাজের জন্য অনেক দেশ থেকে বড় বড় সম্মাননাও দেওয়া হয়েছে।

এনএফ৭১/আরওয়াই/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top