রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১

কাঁঠালবাড়ি ঘাট সরিয়ে আনা হয়েছে বাংলাবাজারে

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২০, ১১:৫৪

মুন্সিগঞ্জ থেকে:

পদ্মা সেতুর কাজের জন্য শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ-রুটের কাঁঠালবাড়ি পয়েন্টটি স্থানান্তরিত করে ৫০০ মিটার উজানে বাংলাবাজার নামক ফেরি ঘাটে নেয়া হচ্ছে। সোমবার (১৬ নভেম্বর) সকাল থেকে সরিয়ে আনা হচ্ছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) এর একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিআইডব্লিউটিসি এর ম্যানেজার (মেরিন) আহাম্মদ আলী সংবাদিকদের জানান, এখন থেকে ফেরি চলাচলের জন্য নতুন রুট হবে শিমুলিয়া-বাংলাবাজার। এরই মধ্যেই দুটি ঘাট সরিয়ে বাংলাবাজার আনা হয়েছে এবং কয়েক দিনের ভেতরেই বাকি দুটি ঘাটসহ লঞ্চ ও স্পিডবোটের ঘাট গুলো সরিয়ে আনা হবে।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী শারফুল ইসলাম জানান, নদী শাসনের জন্য স্থানান্তরিত ঘাটটিতে সকল সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়েছে। যে কারণে পারাপারের সময় যাত্রীদের কষ্ট হবে না।

এর আগে ২০১৭ সালে কাওড়াকান্দি ঘাটটি সরিয়ে কাঁঠালবাড়িতে আনা হয়েছিল। এখন আবার সেটি চলে যাচ্ছে বাংলাবাজার পয়েন্টে তবে ইলিয়াস আহমেদ নামের এই ঘাটটির নামের কোন পরিবর্তন করা হবেনা।

এনএফ৭১/আরওয়াই/আরআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top