রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১

মওলানা ভাসানীর ৪৪ তম মৃত্যুবার্ষিকী আজ

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২০, ১৩:০২

নিজস্ব প্রতিবেদক:

আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৪ তম মৃত্যুবার্ষিকী আজ। বিভিন্ন সংগঠন দিনটিকে স্মরণ করতে নানা অনুষ্ঠান কর্মসূচির আয়োজন করেছেন।

স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা মাওলানা আবদুল হামিদ খান ভাসানী ১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া পল্লীতে জন্ম হলেও তিনি তার জীবনের বেশি ভাগ সময় কাটিয়েছেন টাঙ্গাইলের সন্তোষে। টাঙ্গাইলের মাটিতেই তিনি চিরনিদ্রায় শায়িত আছেন।

পল্লী সন্তান মওলানা ভাসানী তার রাজনৈতিক জীবনে বাংলাদেশ গঠনে বড় ভূমিকা পালন করেছেন। ১৯৫৪ যুক্তফ্রন্ট গঠন,স্বাধীনতা সংগ্রামে ভূমিকা এবং সর্বদা বঙ্গবন্ধু শেখ মুজিবের পাশে থেকে সমর্থন ও সাহস জুগিয়ে গেছেন তিনি।

তিনি ছিলেন এক জন দূরদর্শী নেতা। ১৯৫৭ সালে কাগমারী সম্মেলনে পাকিস্তান শাসক গোষ্ঠী থেকে আলাদা হবার বার্তা সকলের কাছে পৌঁছে দেন তিনি।

তিনি আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা ও সভাপতি ছিলেন, যে দলটি পরবর্তী সময়ে নাম বদল করে হয়েছে আওয়ামী লীগ। তিনি ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) নামে একটি বামপন্থী রাজনৈতিক দলও গঠন করেছিলেন।

১৯৭৬ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (তৎকালীন পিজি) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

এনএফ৭১/আরওয়াই/আরআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top