রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১

মুজিববর্ষে ভারতের বিশেষ সংস্করণের হাতঘড়ির মোড়ক উন্মোচন

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২০, ১৪:৫৯

নিজস্ব প্রতিবেদক:

মুজিববর্ষ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত ভারতের বিশেষ সংস্করণের হাতঘড়ির মোড়ক উন্মোচন করা হয়েছে। এসময় ভারতীয় হাইকমিশনার জাতির পিতার ছবি সংবলিত দু’টি হাতঘড়ি উপহার হিসেবে তুলে দেন ওবায়দুল কাদেরের হাতে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে ভারতীয় হাই কমিশন কর্তৃক বিশেষ সংস্করণের হাতঘড়ির মোড়ক উন্মোচন করেন আওয়ামী লীগের সাধারন সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ‌এবং ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার বলেন, বঙ্গবন্ধু একজন মহান নেতা, যিনি বাংলাদেশের মতো ভারতেও বীর হিসেবে সম্মানিত। ১৯৭২ সালের জানুয়ারিতে বাংলাদেশে আসার পথে ভারতীয় জনগণ বঙ্গবন্ধুকে যে উষ্ণতা ও ভালবাসা দেখিয়েছিলেন, তেমনিভাবে তারা মুজিবর্বষও উদযাপন করতে চান।

এনএফ৭১/আরআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top