ভেজাল মদ ঠেকানোর নির্দেশনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২১, ০৩:৫০
থার্টিফার্স্ট নাইট ঘিরে মদের চাহিদা বাড়লে এ সুযোগে ভেজাল মদ বিক্রি করেন অসাধু ব্যবসায়ীরা। এতে করে ভেজাল মদ খেয়ে মৃত্যুর মতো ঘটনা ঘটছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান রাসায়নিক কর্মকর্তা দুলাল কৃষ্ণ সাহা জানান, আগে দেশীয় মদের সঙ্গে পানি বা ঘুমের ওষুধের মিশ্রণ অথবা ইথাইল অ্যালকোহলের সঙ্গে পানি বা রং মিশিয়ে বানানো হয়েছে। কিন্তু এখন মদে ভেজাল করতে গিয়ে মিথানল মিশানো হচ্ছে। মিথানল যা পূর্ণাঙ্গ টক্সিক বা বিষ। মিথানল ব্যবহার করা হয় ইন্ডাস্ট্রিয়াল কাজে, এই মিথানল দিয়ে কাঠের আসবাবও রং করা হয়। এটা পুরোপুরি বিষ, আর মানুষ এটা খেয়েই মারা যাচ্ছে।
এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. আজিজুল ইসলাম বলেন, গত বছর ভেজাল মদ সেবনে প্রাণহানির মতো ঘটনা ঘটেছে। এবার যাতে এমনটি না হয়, সেই বিষয়ে আমরা সতর্ক আছি। ইতোমধ্যে সেই লক্ষ্যে নির্দেশনা দেওয়া হয়েছে।
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।