রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১

পদ্মা সেতুর ৫ হাজার ৭০০ মিটার দৃশ্যমান

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২১ নভেম্বর ২০২০, ১২:২৫

নিজস্ব প্রতিবেদক:

৩৮তম স্প্যানে দৃশ্যমান হলো পদ্মা সেতুর ৫ হাজার ৭০০ মিটার। শনিবার (২১ নভেম্বর) দুপুরে স্প্যান বসানো হয়।

এর আগে, শনিবার (২১ নভেম্বর) সকালে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ১ ও ২নং পিলারে কাছে নিয়ে আসা হয় ৩৮তম স্প্যান ‘ওয়ান-এ’।

৩৮তম স্প্যান ‘ওয়ান-এ’ বসানোর সব প্রস্তুতি সর্ম্পূণ হয়েছে বলে জানান, পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের।

তিনি জানান, পরবর্তী প্রক্রিয়ায় কোনো প্রতিবন্ধকতা তৈরি না হলে আজই সর্ম্পূণ হবে স্প্যানটি বসানো। এ স্প্যানটি বসানোর মধ্যে দিয়ে দৃশ্যমান হতে চলেছে সেতুর ৫ হাজার ৭০০ মিটার।

প্রসঙ্গত, এ দীর্ঘ বহুমুখী দোতলা আকৃতির সেতুটির নির্মাণ কাজ সম্পূর্ণ হলে, আগামী ২০২১ সালেই জনসাধারণের চলাচলের জন্য খুলে দেয়া হবে।

এনএফ৭১/জেএস/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top