সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে ফুলেল শ্রদ্ধা
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২১ নভেম্বর ২০২০, ১৪:৫৯
নিজস্ব প্রতিবেদক:
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শিখা অনির্বাণে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সকালে প্রথমে রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদের পক্ষে সামরিক সচিব মুক্তিযুদ্ধে শহীদ বাহিনীর সদস্যের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষেও সামরিক সচিব ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, নৌবাহিনী প্রধান এডমিরাল মোহাম্মদ শাহীন ইকবাল এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে সম্মিলিতভাবে শ্রদ্ধা জানান।
দিবসটি উপলক্ষ্যে সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার প্রধানের ভাষণ বাংলাদেশ টেলিভিশনসহ বেসরকারি টিভি ও রেডিও সরাসরি প্রচার করবে।
মহামারী করোনা ভাইরাসের কারণে এবার সশস্ত্র বাহিনী দিবসের আনুষ্ঠানিকতা সীমিত পরিসরে অনুষ্ঠিত হচ্ছে।
এনএফ৭১/এনএম/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।