শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

আটটি বিভাগীয় শহরে ক্যানসার চিকিৎসাকেন্দ্রের নির্মাণকাজ শুরু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ জানুয়ারী ২০২২, ০২:১০

আটটি বিভাগীয় শহরে ক্যানসার চিকিৎসাকেন্দ্রের নির্মাণকাজ শুরু

দেশের আটটি বিভাগীয় শহরের মেডিকেল কলেজ হাসপাতালে ১০০ শয্যাবিশিষ্ট পূর্ণাঙ্গ ক্যানসার চিকিৎসাকেন্দ্র নির্মাণকাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার (৯ জানুয়ারি) সকালে প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হন প্রধানমন্ত্রী। এ সময় বিভাগীয় মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে ক্যানসার ইউনিট স্থাপনের কাজ দ্রুত শেষ করার নির্দেশনা দেন শেখ হাসিনা। তিনি বলেন, দ্রুত ও মানসম্পন্ন কাজ যেন হয়, সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে।

তিনি আরো বলেন, ইতোমধ্যে আমরা অন্যান্য জটিল রোগসহ ক্যানসার চিকিৎসা সহজলভ্য করতে বিভাগীয় ও জেলাপর্যায়ে হৃদরোগ, কিডনি, ক্যানসার রোগের সেবা বাড়ানোর উদ্যোগ গ্রহণ করেছি। আমরা চাচ্ছি যে শুধু রাজধানীমুখী না, এর সেবাটা একেবারে তৃণমূল মানুষ যেন পায় সেজন্য প্রত্যেকটা বিভাগেই আমরা এটা প্রতিষ্ঠা করতে চাই।

এনএফ৭১/এনজেএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top