৩০ জুনের পর্যন্ত রাস্তা খোঁড়া বন্ধ ও ঝুলন্ত তার অপসারণ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০২২, ০০:৩৩

 ৩০ জুনের পর্যন্ত রাস্তা খোঁড়া বন্ধ ও ঝুলন্ত তার অপসারণ

ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে রাস্তা খোঁড়াখুঁড়ি। একইসঙ্গে ৩০ জুনের মধ্যে নগরীর সব ঝুলন্ত তার অপসারণের নির্দেশনা দিয়েছে। অন্যথায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাজধানীর গুলশান-২ এ নগর ভবনের হলরুমে আয়োজিত ওভারহেড ক্যাবল স্থানান্তর এবং বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক খননকৃত রাস্তা মেরামত সংক্রান্ত গুরুত্বপূর্ণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন ডিএনসিসি মেয়র। তিনি বলেন, রাস্তা খননকারী প্রতিষ্ঠানগুলো কমপ্লায়েন্স না মানার কারণে জনদুর্ভোগ সৃষ্টি হওয়ায় আগামীকাল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নগরীর কোথাও রাস্তা খনন করা যাবে না। রাস্তা খননের ফলে সৃষ্ট উঁচু-নিচু কিংবা অসমান অবস্থা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকেই দায়িত্ব নিয়ে স্বাভাবিক করে দিতে হবে।

আতিকুল ইসলাম আরও বলেন, ওভারহেড ক্যাবলগুলো পরিকল্পিতভাবে মাটির নিচে স্থানান্তর করতে হবে এবং রাস্তা খননের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে অবশ্যই সমন্বয় জোরদার করতে হবে।


এনএফ৭১/এনজেএ/২০২২

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top