রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

শিগগিরই মন্ত্রীসভার পরিবর্তন হচ্ছে না: কাদের

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২০, ১৫:২৯

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

খুব শিগগিরই মন্ত্রীসভায় পরিবর্তন হচ্ছে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

কাদের বলেন, করোনার এই মুহূর্তে মন্ত্রীসভায় কোনো পরিবর্তন নয়। তবে এখন শুধু শূন্যপদ পূরণ করা হচ্ছে।

করোনা মহামারি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ধাক্কা ইতিমধ্যে আসতে শুরু করেছে। এই অবস্থায় মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে যথেষ্ট অবহেলা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তবে সরকার প্রয়োজনে যেকোনো কঠোর সিদ্ধান্ত নেবে বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

নতুন করে সারাদেশে লকডাউন হবে না বলে ইঙ্গিত দেন সরকারের প্রভাবশালী এই মন্ত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘করোনা দিন দিন বাড়ছে। প্রয়োজনে কঠিন সিদ্ধান্ত আসবে। মানুষের জীবন আগে। জীবন না থাকলে জীবিকা দিয়ে কী হবে। পুরো লকডাউন সম্ভব না, পাকিস্তান করতে পারেনি, ভারত যা করেছে তাতেও লাভ হয়নি।’

করোনা পরিস্থিতি মোকাবেলার বিষয়টি প্রধানমন্ত্রী নিজেই মনিটরিং করছেন বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

এনএফ৭১/এনএম/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top