পদ্মাসেতুর ৩৯তম স্প্যান বসবে শুক্রবার
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২০, ১২:৪৬
নিজস্ব প্রতিবেদক:
আবহাওয়াসহ অন্য সবকিছু অনুকূলে থাকলে শুক্রবার (২৭ নভেম্বর) মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তের ১০ ও ১১ নম্বর পিলারের ওপর বসানো হবে পদ্মাসেতুর ৩৯তম স্প্যান।
৩৮তম স্প্যান বসানোর ৬ দিনের মাথায় বসছে ৩৯তম স্প্যানটি। যার মাধ্যমে দৃশ্যমান হবে সেতুর ৫ হাজার ৮৫০ মিটার।
পদ্মাসেতুর প্রকৌশলী সূত্র জানায়, ইতিমধ্যেই ৩৯তম স্প্যানটি বসানোর জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে শুক্রবার সকাল ৯টায় কাজ শুরু হয়ে দুপুর ২টার মধ্যেই দৃশ্যমান হবে ৩৯তম স্প্যানটি।
প্রসঙ্গত, ২০১৪ সালের ডিসেম্বরে শুরু হয় পদ্মা সেতুর নির্মাণকাজ। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর পিলারে প্রথম স্প্যান বসানো হয়েছিল। চলতি বছরের ১০ ডিসেম্বরের মধ্যেই স্প্যান বসানোর কার্যক্রম সম্পন্ন করার কথা জানিয়েছে সেতু কর্তৃপক্ষ।
এনএফ৭১/জেএস/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।