বঙ্গবন্ধু টানেলের ২য় টিউবের কাজ শুরু ডিসেম্বরে
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২০, ১৩:৩৬
নিজস্ব প্রতিবেদক:
প্রথম টিউব নির্মাণের প্রায় ৪ মাস পর ডিসেম্বরে বঙ্গবন্ধু টানেলের ২য় টিউবের নির্মাণকাজ শুরু করতে যাচ্ছে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল প্রকল্পের পরিচালক প্রকৌশলী হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ডিসেম্বরের ২য় সপ্তাহে আনোয়ারা প্রান্ত-চট্টগ্রাম প্রান্তে বঙ্গবন্ধু টানেলের দ্বিতীয় টিউব নির্মাণের কাজ শুরু হবে। প্রথম টিউব থেকে ১২ মিটার দূরে নির্মাণ করা হবে দ্বিতীয় টিউব। সবমিলিয়ে প্রকল্পের ৬০ শতাংশ কাজ শেষ হয়েছে।
প্রসঙ্গত, চীনের সাংহাই শহরের মত বন্দরনগর চট্টগ্রাম শহরকে ও ওয়ান সিটি, টু টাউন মডেল হিসেবে গড়ে তুলতে, নগরের পতেঙ্গা ও দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারার মধ্যে সংযোগ স্থাপনে কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণের উদ্যোগ নেয় সরকার।
এনএফ৭১/জেএস/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।