শহীদ ডা. মিলন দিবস আজ
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২০, ১২:৪৭
নিজস্ব প্রতিবেদক:
শহীদ ডা. মিলন দিবস আজ। ১৯৯০ সালের ২৭ নভেম্বর স্বৈরাচারবিরোধী আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় স্বৈরশাসকের পেটোয়া বাহিনীর গুলিতে নিহত হন ডা. শামসুল আলম খান মিলন।
ডা.মিলনের মৃত্যুর মধ্য দিয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলন নতুন গতিবেগ সঞ্চারিত হয়ে গণআন্দোলনে রুপ নেয়। পরে ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরশাসক লে. জে. হুসাইন মোহাম্মদ এরশাদের পতন ঘটিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। এবং বীর শহীদ ডা. মিলনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেছেন।
তাছাড়া এ দিবস উপলক্ষ্যে রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনগুলো আয়োজন করেছে নানা কর্মসূচির।
কর্মসূচিতে আছে কালো ব্যাজ ধারণ, শোক র্যালি, ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে ডা. মিলনের কবর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড়ে শহীদ ডা. মিলন স্মৃতিস্তম্ভে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, কবর জিয়ারত, পবিত্র ফাতেহা পাঠ, দোয়া, মিলাদ মাহফিল, বিশেষ মোনাজাত ও আলোচনা সভা।
এনএফ৭১/জেএস/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।