পদ্মা সেতুর ৫ হাজার ৮৫০ মিটার দৃশ্যমান
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২০, ১৩:০২
নিজস্ব প্রতিবেদক:
পদ্মা সেতুর ৩৮তম স্প্যান বসানোর ৬ দিনের মাথায় বসানো হয়েছে ৩৯তম স্প্যান ‘টু-ডি’।
শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর ১২টা ২০মিনিটে সেতুর মুন্সীগঞ্জের মাওয়া অংশে ১০ও ১১ পিয়ারে বসানো হয় স্প্যানটি। এতে দৃশ্যমান হলো সেতুর ৫ হাজার ৮৫০মিটার অংশ।
পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূলসেতু) দেওয়ান মো. আব্দুর কাদের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল ৯টা ১৫ মিনিটে কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ভাসমান ক্রেন তিয়াইন-ই ১৫০মিটার দৈর্ঘ্যের ৩৭তম স্প্যানটি নিয়ে নির্ধারিত পিয়ারে উদ্যেশ্যে রওনা হয়। কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে দেড় কিলোমিটার পথ পাড়ি দিয়ে বেলা সাড়ে ১০টার দিকে নির্ধারিত পিয়ার দুটির কাছে পৌছে স্প্যানবাহী ক্রেন। পরবর্তী প্রক্রিয়ায় নোঙর ও কারিগরি কাজ শেষ করতে লাগে আরো ৩ ঘণ্টা। বেলা ১২টা ২০ মিনিটে নির্ধারিত পিয়ার দুটির উপরে ভূমিকম্প সহনশীল বিয়ারিংয়ে স্প্যানটি বাসানো হয়।
এনএফ৭১/জেএস/আরআর/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।