স্বাধীন ও টেকসই ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে বাংলাদেশ
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২০, ১২:৩৩
নিজস্ব প্রতিবেদক:
একটি স্বাধীন, সুসংহত ও টেকসই ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে বাংলাদেশ। আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস উপলক্ষে দুটি পৃথক বার্তায় এমন মতবাদ ব্যক্ত করেছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাষ্ট্রপতি তার বার্তায় বলেন, আন্তর্জাতিক সংহতি দিবসে, বাংলাদেশ ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি পূর্ণ সমর্থন করছে।
তিনি ১৯৬৭ সালের সীমান্তের দ্বি-রাষ্ট্র নীতির ভিত্তিতে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে বাংলাদেশের নীতিগত অবস্থানের বিষয়টি পুনরুল্লেখ করেন।
এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বার্তায়, স্বাধীন ও টেকসই ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে দৃঢ় অবস্থানের বিষয়টি উল্লেখ করেন।
তিনি ফিলিস্তিনি জনগণের দুর্দশার জন্য জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতাকে দায়ী করেন।
বাংলাদেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী ফিলিস্তিন ও এর ভূখণ্ডগত স্বার্বভৌমত্বের পক্ষে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে বাংলাদেশের ও পূর্ণ সমর্থন আছে বলে উল্লেখ করেন।
এনএফ৭১/জেএস/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।