সয়াবিন তেলের দাম পুনঃনির্ধারণের দাবি
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ মার্চ ২০২২, ০৬:৪৩
সরকার আমদানি, উৎপাদন ও ভোক্তা পর্যায়ে ভ্যাট প্রত্যাহার করার পরও বাজারে তেলের মূল্যে প্রভাব পড়েনি। তাই সয়াবিন তেলের বাজারমূল্য পুনঃনির্ধারণ করার দাবি জানিয়েছেন বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজের আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ।
শনিবার (১৯ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, আগে সয়াবিন তেলের আমদানিমূল্য ছিল ১১৮-১২২ টাকা। সেটা থেকে আমদানি পর্যায়ে ১০ শতাংশ ভ্যাট বাদ দিলে প্রতি লিটারের দাম দাঁড়ায় ১০৬-১১২ টাকা। সেই সঙ্গে উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ এবং সরাসরি ভোক্তাদের কাছ থেকে আরো ৫ শতাংশ ভ্যাট আদায় করা হচ্ছে। সেক্ষেত্রে সরকারি ঘোষণা অনুযায়ী সর্বমোট ভ্যাটের অর্থ বাদ দিলে প্রতি লিটার সয়াবিন তেলের দাম কমপক্ষে আরও ৩০ টাকা কম হবার কথা।
তিনি বলেন, বাজারে খোলা তেলের দাম কিছুটা কমলেও বোতলজাত এখনো কমেনি। ৫ লিটার বোতলজাত সয়াবিনের দাম ৭৯৫ থেকে ৮০০ টাকায় এখনো বিক্রি হচ্ছে। সরকারের দেওয়া সুবিধা বাদ দিলে ৫ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম হওয়ার কথা ৬৫০ টাকা।
তিনি আরো বলেন, দুঃখের বিষয় হচ্ছে আন্তর্জাতিক বাজারে যখন কোনো পণ্যের মূল্য বাড়ে; তখন ব্যবসায়ীরা তাদের সুবিধামতো দাম বাড়িয়ে নিতে দেরি করে না। প্রায় এক সপ্তাহ ধরে সরকারি পর্যায়ে ভ্যাট কমানোর ঘোষণা এবং প্রজ্ঞাপন জারির পরও ব্যবসায়ীরা দাম কমাচ্ছে না। এমনকি, বাণিজ্য মন্ত্রণালয়ও নতুন করে সয়াবিন তেলের মূল্য নির্ধারণ করছে না।
এনএফ৭১/আরআর/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।