রোহিঙ্গা স্থানান্তর ডিসেম্বরের ১ম সপ্তাহে
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২০, ১৮:৩৫
নিজস্ব প্রতিবেদক:
ডিসেম্বরের ১ম সপ্তাহেই রোহিঙ্গাদের ভাসানচরে পাঠানোর প্রস্তুতি নিয়েছে বাংলাদেশের সরকার। জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের বিরোধিতার মুখেও রোহিঙ্গাদের ভাসানচরে পাঠানোর সিদ্ধান্তে অটল সরকার।
রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) ও সরকারের অতিরিক্ত সচিব শাহ রেজওয়ান হায়াত জানায়, প্রাথমিকভাবে প্রথম দফায় ১ হাজার রোহিঙ্গা ভাসানচরে নিয়ে যাওয়া হতে পারে।
তবে তিনি জানান, জোর করে কোন রোহিঙ্গাকে পাঠানো হবে না। যারা নিজ ইচ্ছেতে যাবে শুধু তাদেরই পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, কেবল নিজেদের সুযোগ-সুবিধার জন্যই দীর্ঘদিন ধরে ভাসানচরে রোহিঙ্গাদের স্থানান্তরে বিরোধিতা করে আসছে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলো।
এদিকে, কক্সবাজারের ঘিঞ্জি শরণার্থী শিবির থেকে ১ লাখ রোহিঙ্গা ভাসানচরে পাঠানোর উদ্যোগ বাস্তবায়নের বিষয়টি ইতিবাচকভাবে দেখছেন স্থানীয় বাসিন্দারা।
এনএফ৭১/জেএস/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।