সবার সাথে সুসম্পর্কে বিশ্বাসী বাংলাদেশ: প্রধানমন্ত্রী
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২০, ১৫:১৬
নিজস্ব প্রতিবেদক:
ভুটান চাইলে বাংলাদেশের চট্টগ্রাম, পায়রা, মংলাবন্দরসহ সৈয়দপুর বিমানবন্দর ব্যবহার করতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (৬ ডিসেম্বর) দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে ভুটানের সঙ্গে ঐতিহাসিক অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি সই অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ চুক্তির মাধ্যমে দুদেশের সম্পর্কে নতুন দিগন্তের সুচনা হয়েছে বলে জানান ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং।
দেশ স্বাধীনের ১০ দিন আগেই আজকের এই দিনে বাংলাদেশকে প্রথম স্বাধীন দেশ হিসেনে স্বীকৃতি দিয়েছিলো ভুটান। দেশটির সেই অবদানকে আরও স্মরণীয় করতে ঐতিহাসিক দিনেই প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট (পিটিএ) বা অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি করল ভুটান বাংলাদেশ।
বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি থাকলেও বাংলাদেশের সাথে মুক্ত বাণিজ্য এবং অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি নেই কোন দেশের সাথে। দীর্ঘ ২০ বছর চেষ্টার পর অবশেষে বিজয়ের মাসে নিজ নিজ দেশের পক্ষে চুক্তি সই করেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও ভুটানের অর্থ-বাণিজ্যমন্ত্রী লোকনাথ শর্মা।
ঐতিহাসিক এই চুক্তির ফলে বাংলাদেশ ১০০টি পণ্য এবং ভুটান ৩৪টি পণ্য শুল্কমুক্ত সুবিধায় রফতানির সুযোগ পাবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ভার্চুয়ালী যুক্ত ছিলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং।
এ সময়, দেশবাসীকে স্বাধীনতার শুভেচ্ছা জানিয়ে ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং বলেন, করোনার ধাক্কা মোকাবেলা করে অর্থনৈতিকভাবে ঘুরে দাড়ানো বাংলাদেশের অসাধারণ অর্জন।
পিটিএর মাধ্যমে দুদেশের সম্পর্ক আরও এগিয়ে যাবে উল্লেখ করে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সমৃদ্ধ দেশ গড়তে প্রতিবেশী দেশগুলোর সাথে সুসম্পর্কে বিশ্বাস করে বাংলাদেশ।
করোনা মহামারি মোকাবেলায় বৈষিক সহযোগীতা বাড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা
এনএফ৭১/আরআর/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।