• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ৬৪ জেলায় একসঙ্গে রেপ্লিকেশন হবে’

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩১ মে ২০২২, ২২:২৮

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ৬৪ জেলায় একসঙ্গে রেপ্লিকেশন হবে’

বহুল কাঙ্ক্ষিত পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ৬৪ জেলায় একসঙ্গে রেপ্লিকেশন করা হবে বলে জানিয়েছেন জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার (৩০ মে) মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আগামী ২৫ জুন সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করবেন এবং জনসভায় ভাষণ দেবেন। এই উদ্বোধন জাঁকজমকপূর্ণ হবে। এদিন ৬৪ জেলায় একসঙ্গে রেপ্লিকেশন হবে। অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, আওয়ামী লীগের সিনিয়র সদস্য, কূটনীতিকসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত থাকবেন।

বহুল কাঙ্ক্ষিত পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ৬৪ জেলায় একসঙ্গে রেপ্লিকেশন করা হবে বলে জানিয়েছেন জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার (৩০ মে) মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আগামী ২৫ জুন সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করবেন এবং জনসভায় ভাষণ দেবেন। এই উদ্বোধন জাঁকজমকপূর্ণ হবে। এদিন ৬৪ জেলায় একসঙ্গে রেপ্লিকেশন হবে। অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, আওয়ামী লীগের সিনিয়র সদস্য, কূটনীতিকসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত থাকবেন।

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ইতিমধ্যে সেতু বিভাগ বেশ কিছু উপ-কমিটি গঠন করেছে।

এদিকে পদ্মা সেতুর নাম চূড়ান্ত করে রাষ্ট্রপতির নির্দেশে সেতু বিভাগের উপ-সচিব মো. আবুল হাসানের সই করা একটি গেজেট প্রকাশ করেছে সেতু বিভাগের উন্নয়ন অধিশাখা।

এতে বলা হয়েছে, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বাস্তবায়ানাধীন ‘পদ্মা বহুমূখী সেতু নির্মাণ’ এর আওতায় মুন্সিগঞ্জ জেলার মাওয়া এবং শরীয়তপুর জেলার জাজিরা প্রান্ত সংযোগকারী পদ্মা নদীর ওপর নির্মিত সেতুটি সরকার ‘পদ্মা সেতু’ নামে নামকরণ করল। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

অন্যদিকে পদ্মা সেতু প্রকল্পের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সতু ও সড়ক) শাহ মো. মুসা জানিয়েছেন, পায়ে হেঁটে বা সাইকেল চালিয়ে পদ্মা সেতু পার হওয়ার কোনও সুযোগ নেই। কারণ, সেতুর ওপর দিয়ে দ্রুত গতিতে যানবাহন চলবে। কেউ যদি পায়ে হেঁটে যায় বা স্লো মুভিং কিছু যায়, তাহলে দুর্ঘটনা ঘটতে পারে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top