মিছিল-সমাবেশ নিষিদ্ধের বিধান কেন সংবিধান পরিপন্থি নয় : হাইকোর্ট
রায়হান রাজীব | প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২২, ০৫:৪১
সভা সমাবেশে ও মিছিল করতে পুলিশের কাছে অনুমতি নেওয়ার বিধান সংক্রান্ত ২৯ ধারা কেন সংবিধান পরিপন্থী ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
আইন মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র সচিব, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারসহ চারজনকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
রোববার (৩০ অক্টোবর) এ বিষয়ে এক রিট আবেদনের শুনানি করে বিচারপতি মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
এরআগে, গত বৃহস্পতিবার এ মামলায় আদেশের জন্য দিন নির্ধারণ করেন আদালত।
রিটে এই অধ্যাদেশের অধীন পুলিশের দায়মুক্তির বিধান এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ রুলস, ২০০৬ এর বৈধতাও চ্যালেঞ্জ করা হয়েছে।
গত ২০ অক্টোবর কে এম জাবির, চাঁদুপর বারের আইনজীবী সেলিম আকবর রাজধানীর বাসিন্দা শাহ নুরুজ্জামান, মোহাম্মদ ইয়াসিনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুল মোমেন চৌধুরী জনস্বার্থে এই রিট করেন।
এতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স ১৯৭৬ এর ধারা ২৯ ও ১০৫ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (সভা, সমাবেশ, মিছিল এবং আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ) রুলস, ২০০৬ এর বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।