মানবাধিকার পরিস্থিতি বিভীষিকাময়, মাকাল ফলের মতো: আসক
রায়হান রাজীব | প্রকাশিত: ১ জানুয়ারী ২০২৩, ০৬:৪৩
দেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতি বিভীষিকাময় বলে মন্তব্য করেছেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক নূর খান। শনিবার (৩১ ডিসেম্বর) লালমাটিয়া আসক কেন্দ্রে ২০২২ সালের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
তিনি বলেন, গণতন্ত্র সংকুচিত হলে মানবাধিকার লঙ্ঘিত হয়। নির্বাচন কমিশন নিয়ে মানুষের আস্থা এখনও সঠিকভাবে আসেনি যে তারা সুষ্ঠু নির্বাচন করতে পারবে।
আরও পড়ুন>>>জাতিসংঘে ফিলিস্তিনের পক্ষে ভোট দিল বাংলাদেশ
সংবাদ সম্মেলনে বলা হয়, চলতি বছর বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ১৯ জন। শুধুমাত্র র্যাবের সঙ্গে বন্দুক যুদ্ধে ৪ জন নিহত হয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে আরও ১৫ জন নিহত হয়েছেন বলে জানান হয়। ডিজিটাল নিরাপত্তা আইনে রাজশাহী, চট্টগ্রাম ও ঢাকা বিভাগে মামলা হয়েছে ২২৪৯ টি।
নুর খান বলেন, গুমের ঘটনা ঠিকভাবে মিডিয়ায় আসছে না। বিচারবহির্ভূত হত্যা সংখ্যা দিয়ে বিচার করা যাবে না। দেশের সার্বিক অবস্থা নিয়ে তিনি বলেন, দেশের মানবাধিকার পরিস্থিতি বিভীষিকাময়। একেবারে মাকাল ফলের মতো। মানবাধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলোও ঠিকমতো কাজ করতে পারছে না; তাদের ওপর খড়্গ নেমে আসছে। কাজ করা সম্ভব হচ্ছে না।
সার্বিক পরিস্থিতি মোকাবিলায় আসকের পক্ষ থেকে সরকারের কাছে ১৪ দফা সুপারিশ করা হয়।
এর মধ্যে আছে—এ পর্যন্ত সংঘটিত সব বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ তদন্তে নিরপেক্ষ কমিশন গঠন করে ন্যায়বিচার নিশ্চিত করা। শান্তিপূর্ণ সভা-সমাবেশের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং সংশোধন না হওয়া পর্যন্ত ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা গ্রহণ না করার নির্দেশনা প্রদান।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।