• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


ফারদিন হত্যা মামলায় বুশরার জামিন

রায়হান রাজীব | প্রকাশিত: ৯ জানুয়ারী ২০২৩, ০৭:০৬

ফারদিন ও বুশরা

বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশ (২৪) হত্যাকাণ্ডে করা মামলায় গ্রেপ্তার আমাতুল্লাহ বুশরার জামিন দিয়েছেন আদালত। আজ রবিবার ঢাকার ৭ম অতিরিক্ত ঢাকা মহানগর দায়রা জজ তেহসিন ইফতেখারের আদালতে পুনরায় জামিন শুনানি অনুষ্ঠিত হয়।

এদিন আদালতে বুশরার পক্ষে শুনানি করেন আইনজীবী মোখলেসুর রহমান বাদল। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। এদিন ফারদিনের বাবা আদালতে উপস্থিত ছিলেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত এ আদেশ দেন। জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মাহবুবুর রহমান।

আরও পড়ুন>>>চলতি বছর হজে যাবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন

এরআগে, বৃহস্পতিবার একই আদালতে বুশরার জামিন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত বুশরার জামিনের বিষয়ে আদেশের জন্য আজ রবিবার দিন ধার্য করেন।

গত বছরের ৪ নভেম্বর বুয়েটের ক্যাম্পাসে যাওয়ার কথা বলে ঢাকার ডেমরার বাসা থেকে বের হন ফারদিন নূর পরশ। ৫ নভেম্বর ফারদিনের পরিবার নিখোঁজের ডায়েরি করে রামপুরা থানায়। দুই দিন পর ৭ নভেম্বর নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে ভাসমান অবস্থায় ফারদিনের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।

পরে ১০ নভেম্বর ফারদিনের মৃত্যুর ঘটনায় তার বাবা কাজী নূর উদ্দিন বন্ধু বুশরার নাম উল্লেখসহ কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ওইদিনই বুশরাকে গ্রেপ্তার করা হয়। ৫ দিন রিমান্ডের পর কারাগারে আছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এই শিক্ষার্থী।

এদিকে, ফারদিন হত্যা মামলার তদন্তকারী সংস্থা গোয়েন্দা পুলিশ দাবি করে, ফারদিন আত্মহত্যা করেছেন, খুন হননি। তার মৃত্যুর সঙ্গে বুশরার কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। সুতরাং আদালতে এ মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে।

 

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top