৩০ জানুয়ারি আইএমএফ বোর্ডে অনুমোদন

ফেব্রুয়ারিতে মিলতে পারে ঋণের প্রথম কিস্তি

রাজিউর রাহমান | প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০২৩, ০৯:০৪

অ্যান্তইনেত মনসিও সায়েহ ও শেখ হাসিনা

আগামী ফেব্রুয়ারির শুরুতেই আইএমএফের ঋণের প্রথম কিস্তি পাওয়া যাবে। তবে তার আগে আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্বাহী বোর্ডের সভায় বাংলাদেশের জন্য ৪ দশমিক ৫ বিলিয়ন ডলারের ঋণ প্রস্তাব অনুমোদন করা হবে। আর প্রথম কিস্তি বাবদ বাংলাদেশ পাবে ৪৫ কোটি ডলার।

সোমবার (১৬ জানুয়ারি) এক সংবাদ বিবৃতিতে আইএমএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) অ্যান্তইনেত মনসিও সায়েহ এই আশা প্রকাশ করেছেন।

এদিকে, চূড়ান্ত আলোচনার জন্য আইএমএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) অ্যান্তইনেত মনসিও সায়েহ পাঁচ দিনের সফরে শনিবার (১৪ জানুয়ারি) ঢাকায় এসেছেন। প্রতিনিধি দলটি প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

মোট সাত কিস্তিতে পাওয়া যাবে মোট অনুমোদিত ৪৫০ কোটি ডলারের ঋণ। অবশ্য এজন্য বাংলাদেশকে ৩০ ধরণের শর্ত পূরণ করতে হবে।

আরও পড়ুন>>>চট্টগ্রামে পুলিশের গাড়িতে বিএনপির আগুন-ভাঙচুর

আইএমএফ ডিএমডি আরও বলেন, আমরা বাংলাদেশের অর্থনীতিতে এসব ধাক্কার প্রভাব নিয়ে আলোচনা করেছি। এসব বিষয় মোকাবিলা করার জন্য বাংলাদেশের নেওয়া পদক্ষেপকে স্বাগত জানাই আমি।

তিনি জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) দেওয়া বেশ কিছু পরামর্শ বাস্তবায়ন শুরু করে দিয়েছে সরকার। তবে বিশ্লেষকরা বলছেন, সংকটকালীন অবস্থায় ঋণ সহায়তার অর্থ ব্যবহারে সতর্ক থাকতে হবে।

এরআগে, সরকার আইএমএফের কাছে ৪৫০ কোটি ডলার ঋণ চেয়ে চিঠি দেওয়ার পর আইএমএফের একটি দল বাংলাদেশ সফর করে গেছেন। বাংলাদেশকে ঋণ দেওয়ার ব্যাপারে আইএমএফ প্রাথমিক সম্মতি দিয়েছে।

ধারণা করা হচ্ছে, প্রথম কিস্তি বাবদ ৪৫ কোটি ৪৫ লাখ ডলার মিলবে। এরপর প্রতি ছয় মাস পরপর পর্যালোচনা করে কিস্তির অর্থ ছাড় করা হবে।বাংলাদেশ এর আগে ১২ বার আইএমএফের ঋণ পেয়েছে।

 

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top