গাজা যুদ্ধ দুই–তিন সপ্তাহে শেষ হবে: দাবি ট্রাম্পের

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৬ আগষ্ট ২০২৫, ১২:৪০

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন—গাজা যুদ্ধ আগামী দুই বা তিন সপ্তাহের মধ্যে চূড়ান্ত সমাপ্তিতে পৌঁছাবে। সোমবার ওভাল অফিসে সাংবাদিকদের তিনি বলেন—আমার মনে হচ্ছে খুব শিগগিরই একটি স্পষ্ট ও চূড়ান্ত সমাধান আসবে।

তবে ট্রাম্পের এ দাবি নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ ইসরায়েল ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে—তারা হামাসের যুদ্ধবিরতি প্রস্তাবে আগ্রহী নয়। বরং গাজা সিটি দখলের পরিকল্পনা এগিয়ে নিচ্ছে, যা শেষ করতে মাসের পর মাস সময় লাগতে পারে।

টাইমস অব ইসরায়েল জানায়—ট্রাম্প প্রায়ই বড় ঘটনাকে ঘিরে “দুই সপ্তাহ” সময়সীমা বেঁধে দেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে ইরানের পারমাণবিক আলোচনা—সব ক্ষেত্রেই তার পূর্বাভাস বাস্তবে মেলেনি।

তবুও গাজা যুদ্ধ নিয়ে তিনি বলেন—এটা বলা কঠিন, তারা হাজার বছর ধরে লড়াই করছে। তবে যুদ্ধের শেষ হতেই হবে। কিন্তু মানুষ যেন ৭ অক্টোবর ভুলে না যায়। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় প্রায় ১ হাজার ২০০ মানুষ নিহত হয়েছিল।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top