বঙ্গবাজার অগ্নিকাণ্ড
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ালো আফজাল সাজেদা ফাউন্ডেশন
রাজিউর রাহমান | প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৩, ২৩:৩৮
রঙিন কাপড়ের ভাজে ভাজে ছিল রঙিন স্বপ্ন ও জীবিকা। প্রতিদিন সকাল থেকে মানুষের ভিড়, ব্যস্ততা লেগেই থাকত। কিন্তু এখন কিছুই নেই; শুধু ছাই আর ধোঁয়াটে ধ্বংসস্তূপে আছে হাজার মানুষের স্বপ্ন পোড়া গন্ধ আর হাহাকার।
রাজধানীর বঙ্গবাজারে রহস্যের আগুনে জ্বলেপুড়ে শেষ হয়ে গেছে সব আশা; ব্যবসায়ীরা বসে গেছেন পথে। মানুষের চিৎকার-চেঁচামেচির চেনা আবহের মধ্যে অপরিচিত এক বঙ্গবাজার যেন দাঁড়িয়ে আছে; বুকে শুধু ধ্বংসযজ্ঞের ছাপ।
ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় স্তব্ধ পুরো দেশ। আগুন, কান্নার আর হারানো ছবি এখন ফেসবুক দেয়ালে দেয়ালে। বঙ্গবাজার মার্কেট এখন যেনও আগুনে পোড়া এক খণ্ড ধ্বংসস্তূপ। মঙ্গলবারের ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়েছে দুই হাজারের বেশি দোকান। ক্ষতি হয়েছে কয়েকশো কোটি টাকার।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। মার্কেটের ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে উদ্যোগ নিয়ে এই তালিকা করা হচ্ছে। দীর্ঘ সারিতে দাঁড়িয়ে নাম তালিকাভুক্ত করাচ্ছেন ব্যবসায়ীরা।
সরকারের তরফ থেকে সহযোগিতার পাশাপাশি হাত বাড়িয়েছে বিভিন্ন সংস্থা। পাশে থাকার এই মিছিলে শামিল হয়েছে বেসরকারী উন্নয়ন সংস্থা আফজাল সাজেদা ফাউন্ডেশন। রোববার (৯ এপ্রিল) দুজন ব্যবসায়ীকে অর্থসহযোগিতা করে সংস্থাটি। এ সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জনান তারা।
আফজাল সাজেদা ফাউন্ডেশন সব সময় বিপদ্গ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। মানুষের কঠিন সময়ে সংস্থাটি ছুটে গিয়েছে দেশের নানা প্রান্তে।
মঙ্গলবার (৪ এপ্রিল) ভয়াবহ আগুনের ঘটনা ঘটে বঙ্গবাজারে। সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সকাল ৬টা ১২ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। মোট ৫০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সাহায্যকারী দলও এতে যোগ দেয়। আগুন নেভাতে ব্যবহার করা হয়েছে হেলিকপ্টারও। নির্বাপণ কাজে ছিলেন র্যাব, পুলিশ ও ওয়াসার সদস্যরাও।
বিষয়: ক্ষতিগ্রস্ত আফজাল সাজেদা ফাউন্ডেশন বঙ্গবাজার অগ্নিকাণ্ড সহযোগিতা বেসরকারী উন্নয়ন সংস্থা newsflash71
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।