রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

চাহিদার চেয়ে ২১ লাখের বেশি কোরবানির পশু প্রস্তুত

রাজিউর রেহমান | প্রকাশিত: ১৪ জুন ২০২৩, ২৩:১২

ছবি: সংগৃহীত

দেশে এবার চাহিদার তুলনায় ২১ লাখের বেশি কোরবানিযোগ্য পশু আছে। বুধবার (১৪ জুন) সচিবালয়ে এ তথ্য জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানি পশুর চাহিদা নিরূপণ, সরবরাহ ও দেশের প্রত্যন্ত অঞ্চলে অবাধে পরিবহন চলাচল নিশ্চিত করার জন্য আজ আন্তমন্ত্রণালয় সভা হয়।

তিনি জানান, ঈদুল আজহাকে কেন্দ্র করে এবার কোনোভাবেই দেশের বাইরে থেকে পশু আসবে না। কারণ দেশে প্রয়োজনের চেয়ে যথেষ্ট পশু উৎপাদন হয়। এছাড়া এতে অবৈধভাবে দেশের বাহিরে টাকা চলে যায় এবং স্বাস্থ্যগত ঝুঁকি থাকার পাশাপাশি খামারিরাও ক্ষতিগ্রস্ত হয়।

শ ম রেজাউল করিম জানান, আগের মতো এবারও ট্রেনে গরু পরিবহন করা হবে। এতে পরিবহন আরও সহজলভ্য হবে। এ ছাড়া হাটের ইজারা যারা নেবেন, তারা হাটের বাইরে পশু বিক্রি হলে চাঁদা নিতে পারবে না। এমনটি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি অনলাইনে পশু বিক্রির নামে প্রতারণা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ঈদুল আজহায় গত বছর দেশে প্রায় এক কোটি পশু কোরবানি হয়েছে। সামনে জাতীয় নির্বাচন থাকায় এবার সংখ্যা আরও বাড়তে পারে। এ জন্য আসন্ন কোরবানির ঈদে পশুর চাহিদা গতবারের চেয়ে পাঁচ লাখ বেশি নিরূপণ করেছে প্রাণিসম্পদ মন্ত্রণালয়। চাহিদা বাড়লেও কোরবানির পশুর কোনো সংকট হবে না বলে জানিয়েছেন খামারিরা। তবে তাদের ভয় পথেঘাটে চাঁদাবাজি নিয়ে। এ অবস্থায় কোরবানির পশুর ট্রাকে চাঁদাবাজি বন্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশন (বিডিএফএ)।

তবে চাঁদাবাজি রোধে তাৎক্ষণিক প্রতিকার পেতে ৯৯৯ নম্বরের সহায়তা নিতে পরামর্শ দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top