• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


পেঁয়াজে ঝাঁজ কেবল বাড়ছেই, কবে থামবে জানা নেই 

রায়হান রাজীব | প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৩, ১৭:৩৫

ছবি: সংগৃহীত

বেড়েই চলছে পেঁয়াজের ঝাঁজ। খুচরায় রোববার বেশিরভাগ দোকানে আড়াইশ’ টাকা কেজিতে বিক্রি হচ্ছে পেঁয়াজ। কোথাও কোথাও ২৮০ টাকায় উঠেছে। ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধের পর ৪৮ ঘণ্টার ব্যবধানে পাইকারিতেই পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১৪০ টাকার বেশি।

এদিকে, ১২০ টাকা কেজির পেঁয়াজ পরের দিন কীভাবে ২০০ টাকা হয়ে গেল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব তপন কান্তি ঘোষ। আজ রবিবার রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে ভ্যাট দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জ্যেষ্ঠ সচিব এ প্রশ্ন তোলেন। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ অনুষ্ঠানের আয়োজন করে।

জ্যেষ্ঠ সচিব বলেন, ভারত সরকার পেঁয়াজ রপ্তানি বন্ধ করল, আর দেশে এক দিনের ব্যবধানে পেঁয়াজের দাম হঠাৎ করে ৭০ থেকে ৮০ টাকা বেড়ে গেছে। এটা ব্যবসায়ীদের দায়িত্বশীল আচরণ নয়? ব্যবসায়ীদের বুঝতে হবে দেশের জনগণের জন্যই ব্যবসা।

তপন কান্তি ঘোষ বলেন, যিনি এক দিন আগে ১২০ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করলেন, পরের দিন কীভাবে সেটার দাম ২০০ টাকা হয়ে গেল। দাম বাড়তে তো সময় লাগার কথা। কিন্তু এ ক্ষেত্রে ব্যবসায়ীরা বাড়তি লাভের আশায় কোনো নৈতিকতাই রাখলেন না। নিত্যপণ্যের সংকট তৈরি হলেই অনেক ব্যবসায়ী এর সুযোগ নিয়ে থাকেন।

ব্যবসায়ীদের উদ্দেশে তিনি আরও বলেন, লাভ ছাড়া তো ব্যবসা করবেন না। কিন্তু যে পণ্যের মূল্য ১২০ টাকা, এক রাতের মধ্যে পেঁয়াজের দাম ২০০ টাকা কীভাবে হয়? ভারত রপ্তানি বন্ধ মাত্রই ঘোষণা দিয়েছে, সে কারণে পরদিনই দাম বাড়তে পাড়ে না।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top