জাতীয় পার্টির নির্বাচনি ইশতেহার ঘোষণা বৃহস্পতিবার
রায়হান রাজীব | প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৩, ১৮:২৮
নির্বাচনে প্রচার-প্রচারণার পাশাপাশি গুরুত্বপূর্ন ভূমিকা রাখে অংশগ্রহণকারী দলগুলোর নির্বাচনী ইশতেহার। ইশতেহারে থাকা প্রতিশ্রুতির ওপর নির্ভর করে ভোটারদের সমর্থন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নিজেদের ইশতেহার প্রস্তুত করেছে জাতীয় পার্টি। আগামীকাল এই ইশতেহার ঘোষণা করবে তারা।
জানা যায়, জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের তত্ত্বাবধানে এবারের ইশতেহার চূড়ান্ত করেছে দলটি। এর আগে জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু জানিয়েছেন, এবারের ইশতেহারে এমন কিছু বিষয় অন্তর্ভুক্ত করা হচ্ছে, যা বড় রাজনৈতিক দলগুলোও হয়তো ভাবছে না।
ক্ষমতায় গেলে বেকারত্ব দূরীকরণ, দুর্নীতি-অর্থপাচার বন্ধ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে পদক্ষেপ নিতে চায় জাতীয় পার্টি। দলটির ইশতেহারে প্রাদেশিক সরকার ব্যবস্থা চালুসহ বেশিকিছু বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে। নীতিনির্ধারকদের দাবি, জনবান্ধব বিষয়গুলো তুলে ধরে, মানুষের ভোটের সমর্থন পেতে এগিয়ে থাকবেন তারা।
এছাড়াও শিশুশ্রম বন্ধ, সংখ্যালঘু রক্ষায় কার্যকরী ব্যবস্থা, বাজার মনিটরিংসহ ইশতেহার অগ্রাধিকার পাচ্ছে বেকারত্ব দূরীকরণের বিষয়টি। সুযোগ পেলে প্রাদেশিক সরকার ব্যবস্থা চালু করতে চায় জাতীয় পার্টি। দলের প্রার্থীরা ব্যস্ত নির্বাচনী প্রচারনায়। স্রোতের বিপরীতে গিয়ে মানুষ লাঙ্গলকে ভোট দেবে বলে মনে করছেন দলটির প্রার্থীরা।
নানা নাটকীয়তার পর গত ১৭ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণের চূড়ান্ত ঘোষণা দেয়। এবার দলটি এককভাবে ২৮৭টি আসনে প্রার্থী দিলেও ২৬টি আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে তাদের সমঝোতা হয়েছে। তবে এর মধ্যে প্রায় ১৬টি আসনে আওয়ামী লীগের শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী থাকায় লাঙ্গল প্রতীকে বিজয়ী হয়ে আসা কঠিন হবে বলে মনে করা হচ্ছে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।