শনিবার, ৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

তাহসান-মিথিলা: স্বপ্নের জুটি থেকে ভাঙনের গল্প!

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৫ জুলাই ২০২৫, ১৬:৫৬

ছবি: সংগৃহীত

তাদের ভালোবাসা ছিল গান দিয়ে শুরু, নাটকে ছড়িয়ে পড়েছিল রোমান্স—আর বাস্তব জীবনে ছিল এক যুগেরও বেশি সময়ের সংসার। কিন্তু সেই গল্পটা কীভাবে ভেঙে গেল?

২০০৬ সালে গাঁটছড়া বাঁধেন তাহসান-মিথিলা। এক যুগের সংসারে ছিল প্রেম, বন্ধুত্ব আর ছিল ছোট্ট আইরা। ভক্তদের চোখে তারা ছিলেন পারফেক্ট কাপল। কিন্তু ২০১৭ সালে এলো সেই ঘোষণা—তাদের বিচ্ছেদ।

সম্প্রতি এক পডকাস্টে মিথিলা ভেঙে পড়া গলায় বললেন—বিচ্ছেদ সহজ ছিল না। মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছিলাম, সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থায় ছিলাম না।

২৩ বছর বয়স থেকে জীবনকে যেভাবে দেখেছেন, সবকিছু উল্টে যায় এক মুহূর্তে। বললেন, আমি তখন তরুণী মা। চাকরি করতাম, কিন্তু নিজের গাড়িও ছিল না। অথচ বাচ্চার অভ্যাস ছিল গাড়িতে ঘোরা। এখানেই থেমে যাননি মিথিলা।

তিনি বলেন—মেয়েদের সবার আগে দরকার অর্থনৈতিক স্বাধীনতা। না হলে সিদ্ধান্ত নিতেও কষ্ট হয়। ২০১৫ সালে আলাদা হয়ে গেলেও, শেষ আশা অবধি অপেক্ষা করেছিলেন তিনি।

ভাবছিলাম, সব ঠিক হয়ে যাবে। কিন্তু ২০১৭ তে এসে বুঝি—এই সম্পর্কটা আর কাজ করছে না। তাদের একসঙ্গে অভিনীত নাটকগুলো আজো ইউটিউবে জনপ্রিয়—‘মিস্টার অ্যান্ড মিসেস’, ‘আমার গল্পে তুমি’ কিংবা ‘মধুরেন সমাপয়েত’।

গানেও মিলে যেত কণ্ঠের সুর। তাহসান ও মিথিলা—তাদের গল্পটা হয়তো একসঙ্গে শেষ হয়নি, তবুও সেই সময়টুকু আজো মানুষের মনে গেঁথে আছে ভালোবাসার পরশ হয়ে। আপনার কী মনে হয়—ভালোবাসা কি সবসময় একসঙ্গে থাকার নিশ্চয়তা দেয়?



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top