মর্টার শেলের আঘাতে বাংলাদেশি নিহতের ঘটনায়

মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব পররাষ্ট্র মন্ত্রণালয়ের

রাশেদ রাসেল | প্রকাশিত: ৬ ফেব্রুয়ারী ২০২৪, ১২:৫৪

ছবি: সংগৃহীত

মিয়ানমারের ছোড়া মর্টার শেলের আঘাতে একজন বাংলাদেশিসহ দুই জন নিহতের ঘটনায় আজ মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে তলব কর‌ছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির লড়াই চলছে। থেমে থেমে সীমান্তের ওপার থেকে তীব্র গোলাগুলির শব্দ শোনা গেছে। রাখাইনের দুই পক্ষের এই সংঘাত বাংলাদেশ সীমান্তে উৎকণ্ঠা বাড়ছে।

জানা গেছে, আজ মঙ্গলবার মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে সীমান্তের চলমান পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কড়া প্রতিবাদ জানাবে।

এর আগে গতকাল সোমবার মিয়ানমার সীমান্তের ওপার থেকে মর্টার শেলের আঘাতে দুই জনের মৃত্যু হয়।

এমন পরিস্থিতির মধ্যে গত তিন দিনে মিয়ানমারের ১১৭ জন সীমান্তরক্ষী বান্দরবানে পালিয়ে এসেছেন। তাদের নিরস্ত্র করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হেফাজতে নেওয়া হয়েছে। বান্দরবানে আশ্রয় নেওয়া ওই সীমান্তরক্ষীদের ফিরিয়ে নিতে মিয়ানমার এরই মধ্যে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করেছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top