সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২

সুদানে ড্রোন হামলায় নিহত বাংলাদেশের ছয়জন শান্তিরক্ষী নিভৃতচারী বীর

স্টাফ রিপোর্টার । ঢাকা | প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫, ১৩:০৫

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশের অনেক নিভৃতচারী বীর আছেন, যারা বিশ্বজুড়ে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে অবদান রাখছেন। সম্প্রতি সুদানে ড্রোন হামলায় ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষীর মৃত্যু এ কথার যথাযথ প্রমাণ।

সোমবার (২২ ডিসেম্বর) নিজের ফেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে শফিকুল আলম জানিয়েছেন, সুদানে ড্রোন হামলায় নিহত ছয়জন শান্তিরক্ষী ছিলেন দেশের শান্ত গ্রামগুলো থেকে আগত নিভৃতচারী বীর—কেউ স্বামী, কেউ বাবা, আবার কেউ বাবা-মায়ের আদরের সন্তান। তাদের শেষ বিদায় অত্যন্ত মর্যাদা ও গাম্ভীর্যের সঙ্গে জানানো হয়েছে। আত্মীয়-স্বজন, সহকর্মী, কর্মকর্তা এবং জাতিসংঘ প্রতিনিধিরা তাদের আত্মত্যাগের কথা স্মরণ করেছেন।

প্রেস সচিব আরও লিখেছেন, আবদুল করিম খন্দকার (এ কে খন্দকার) ছিলেন একজন জিডি পাইলট, যিনি ৩,৪০০ ঘণ্টারও বেশি যুদ্ধবিমান উড্ডয়ন করেছেন। সাধারণ জীবনে তিনি পরিবারের সঙ্গে সময় কাটাতে পছন্দ করতেন। তবে মাতৃভূমিকে মুক্ত করার ডাক পেলেই তিনি পাকিস্তানি দখলদার বাহিনীর বিরুদ্ধে বিমানবাহিনীর বিদ্রোহে নেতৃত্ব দেন এবং মুক্তিবাহিনীতে যোগ দেন।

শফিকুল আলম উল্লেখ করেছেন, এ কে খন্দকার বিখ্যাত ‘কিলো ফ্লাইট’ গঠন করেছিলেন, যা মুক্তিযুদ্ধে এক চূড়ান্ত ভূমিকা পালন করেছিল। তিনি মুক্তিবাহিনীর উপ-প্রধান হিসেবে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ প্রত্যক্ষ করেছেন। মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ বিমানবাহিনী ও জাতীয় পতাকাবাহী সংস্থা ‘বাংলাদেশ বিমান’ গঠনে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। পরবর্তীতে তিনি ইতিহাসের বর্ণনা নিয়ে প্রকাশ্য চ্যালেঞ্জও দিয়েছেন।

শেষে প্রেস সচিব লিখেছেন, “বাংলাদেশ বীরদের দেশ—যদি আপনি জানেন ঠিক কোথায় তাদের খুঁজতে হয়।”



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top