১৮০ তে বাংলাদেশ! বছর শেষে ফিফা র্যাঙ্কিংয়ের বড় চমক জর্ডান
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫, ১৯:১৭
ফিফা প্রকাশ করেছে ২০২৫ সালের সর্বশেষ বিশ্ব র্যাঙ্কিং। আপনি কি মেসি বা নেইমারের ভক্ত? না কি ভাবছেন আপনার প্রিয় লাল-সবুজ জার্সিটা এখন কোথায়? চলুন, ফুটবলের এই গোলকধাঁধায় বছরটা কার কেমন কাটল—তা এক নজরে দেখে নিই।
শুরুতেই আকাশী-সাদাদের খবর। কাতার বিশ্বকাপ জয়ের তিন বছর কেটে গেলেও আর্জেন্টিনা কিন্তু বছরটা শেষ করছে তালিকার দ্বিতীয় স্থানে থেকে। সবার উপরে রাজত্ব করছে ইউরো চ্যাম্পিয়ন স্পেন। তবে আর্জেন্টিনা ভক্তদের জন্য একটা বড় সুযোগ আসছে—আগামী মার্চে ফিনালিসিমা ম্যাচে যদি স্কালোনির দল স্পেনকে হারাতে পারে, তবে তারা আবারও শীর্ষে ফিরবে। ওদিকে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল আছে ৫ নম্বরে, আর ঠিক তার পরেই ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। মজার ব্যাপার হলো, শীর্ষ ৩৩টি দেশের অবস্থানে এবার কোনো পরিবর্তনই আসেনি!"
এবার আসা যাক ঘরের কাছের খবরে। এশিয়ায় সবার উপরে ১৮ নম্বরে জাপান, আর ২০ নম্বরে ইরান। কিন্তু সবচেয়ে বড় চমক দেখিয়েছে জর্ডান! প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নেওয়ার পর তারা এখন আছে ৬৬তম স্থানে—যা তাদের ইতিহাসের সেরা অবস্থান। আর আমাদের বাংলাদেশ? হামজা চৌধুরী-মোরসালিনদের অবস্থান এখন ১৮০তম স্থানে। দক্ষিণ এশিয়ায় ভারত ১৪২ নম্বরে থেকে শীর্ষে থাকলেও বাংলাদেশ আছে মালদ্বীপ আর আফগানিস্তানের নিচে। কেন আমরা এখনো ১৮০ তেই আটকে আছি—সেটা কি একবার ভাবার সময় আসেনি?
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।