গয়েশ্বর বললেন, এসব কীসের আলামত
কারো সঙ্গে আমরা যুদ্ধে জড়াতে চাই না: ওবায়দুল কাদের
রায়হান রাজীব | প্রকাশিত: ৬ ফেব্রুয়ারী ২০২৪, ১৭:৩৮
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মিয়ানমারের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। রোহিঙ্গা ইস্যুতে যে সমস্যা সেটা আন্তর্জাতিকভাবে সমাধানের চেষ্টা চলছে। তাদের সঙ্গে যুদ্ধের কোনো কারণ নেই। মিয়ানমার নয় শুধু, কারো সঙ্গে আমরা যুদ্ধে জড়াতে চাই না।
মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, আমরা একে অন্যের সঙ্গে যুদ্ধে লিপ্ত না। তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এসে সীমান্তে গড়াচ্ছে। ছিটকে এসে পড়ছে আমাদের সীমান্তে। একজন নারী ও পুরুষ মারা গেছেন। এসব ব্যাপারে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকেছে।
তিনি বলেন, মিয়ানমারে ৫৪টা নৃতাত্ত্বিক গোষ্ঠী আছে। বিভিন্ন জায়গা তারা এরই মধ্যে দখল করে নিয়েছে। এটা তাদের সেনাবাহিনীর সঙ্গে অন্য গোষ্ঠীর বিরোধের বিষয়। আমাদের সঙ্গে তাদের (মিয়ানমার) কোনো বিরোধ নেই।
এদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘মিয়ানমারের মতো দেশ আমাদের দেশে গুলি করে হতাহত করে, এসব কীসের আলামত? চীনের সঙ্গে এত বন্ধুত্ব, মিয়ানমার চীনের লালিত দেশ সেই দেশ থেকে গুলি আসে- এটা নতুন কোনো খেলা কিনা? জানি না, আমি বুঝতেছি না। আজকে রাখাইন থেকে সৈনিক পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়- এটা কীসের লক্ষণ? আবার কি যুদ্ধ যুদ্ধ খেলবেন? আবার কী বলবেন দেশ বাঁচাতে হবে? আর আপনার কাজ আপনি করবেন?’
সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সরকারের উদ্দেশে গয়েশ্বর বলেন, ‘সীমান্তে এ পর্যন্ত আমাদের দেশের ৭শ মানুষকে হত্যা করা হলো, একটারও প্রতিবাদ করা হয়নি। হাতে লাঠি ও হারিকেন দিয়ে সীমান্তে বসিয়ে রাখেন। আমার দেশের মানুষকে গুলি করে মারা হবে, প্রতিবাদ করতে পারবে না তাহলে তাদের বসিয়ে রেখে লাভ কী?
অথচ যখন বিডিআর ছিল তখন বিএসএফের হাটু কাঁপতো একটা গুলি করলে ১০টা পাল্টাগুলি ফেরত দিত তারা। কিন্তু পিলখানায় সেনাবাহিনীর চৌকস ৫৭ জন অফিসারকে হত্যা করা হয়। আপনি প্রতিটি অপকর্ম করে পার পেয়ে যান। দেশ নিয়ে যত খেলা খেলছেন, আমার মনে হয় আপনার সব অপকর্মের জবাব এক দিনে একবারে দিতে হবে।’
পুলিশ নির্যাতনে বডিবিল্ডার ফারুক হত্যা প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর কাছে জানতে চাই, এজন্য কী আপনার সোনার ছেলেদের পোশাক দেওয়া হয়?’
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।