নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে বিএনপির সংবাদ সম্মেলন

রায়হান রাজীব | প্রকাশিত: ৬ ফেব্রুয়ারী ২০২৪, ১৮:১৮

ছবি: সংগৃহীত

চলমান সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।তিনি বলেন, বুধবার বেলা ১১টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির পক্ষ থেকে এ সংবাদ সম্মেলন করা হবে।

বিএনপি সূত্রে জানা গেছে, নির্বাচনের পরে এটাই হবে বিএনপির বড় সংবাদ সম্মেলন। এই সংবাদ সম্মেলন থেকে কারাগারে থাকা দলের মহাসচিবসহ স্থায়ী কমিটির নেতা এবং অন্যান্য কেন্দ্রীয় নেতাদের জামিন না পাওয়াসহ সার্বিক বিষয় তুলে ধরা হবে।

সূত্র জানায়, সংবাদ সম্মেলনে মিয়ানমার ও ভারতের সীমান্তের হত্যা, দেশের সীমান্ত নিরাপত্তার বিষয়গুলোও তুলে ধরা হবে। এ ছাড়া কারাগারে থাকা বিএনপির মহাসচিবসহ স্থায়ী কমিটি ও অন্যান্য কেন্দ্রীয় নেতাদের জামিন না পাওয়াসহ সার্বিক বিষয় তুলে ধরা হবে।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top