তাবলীগের ভাঙ্গন রোধে ঐক্যের ডাক

রাশেদ রাসেল | প্রকাশিত: ৮ ফেব্রুয়ারী ২০২৪, ১৯:৩৪

ছবি: শাকিল খান

দলে দলে ধর্মপ্রাণ মুসলমানরা যোগ দিচ্ছেন বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে। মাওলানা সাদ অনুসারীরা অংশে নিচ্ছে এই পর্বে।

তবে, গুঞ্জন রয়েছে মাওলানা সাদ কান্ধলভি এবারো আসবেন না বিশ্ব ইজতেমার ময়দানে। মাওলানা সাদ অনুসারিদের দাবী তাদের আমিরকে আসতে দেওয়া হচ্ছে না। এ ব্যাপারে তারা হস্তক্ষেপ চাইলেন প্রধানমন্ত্রীর। সরকারিভাবে প্রোটোকল দিয়ে মাওলানা সাদকে বাংলাদেশে নিয়ে আসার দাবী তাদের।

প্রথম পর্ব অনুষ্ঠিত হওয়ার পর ইজতেমা ময়দানের পরিবেশ নিয়ে সাদ অনুসারিদের অভিযোগের তীর জোবায়ের অনুসারীদের দিকে। তারা অভিযোগ করেন, মাওলানা জোবায়ের পন্থীরা ইজতেমা ময়দানের পরিবেশ নষ্ট করে গেছে। বদনা ভাঙ্গা, পানির পাইপ ফাটা, চুলা ভাঙ্গা কত শত অভিযোগ তাদের।

সাধারণ ধর্মপ্রাণ মুসলমান থেকে সাদ অনুসারিরা সকলেরই চাওয়া বিশ্ব ইজতেমা আয়োজিত হবে ভেদাভেদ ভুলে একসাথে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top