তীব্র পানি সংকট বিশ্ব ইজতেমায়, বিপাকে মুসল্লিরা

রাশেদ রাসেল | প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০২৪, ১৯:১৭

ছবি: শাকিল খান

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে দেখা দিয়েছে তীব্র পানির সংকট। পানি সংকটের কারণে ওযু-গোসল ঠিকভাবে করতে পারছেন না ইজতেমায় আগত মুসল্লিরা।

দেশের ধর্মপ্রাণ মুসল্লিদের পাশাপাশি এতে দুর্ভোগে পড়েছেন বিভিন্ন দেশ থেকে আসা বিদেশী মেহমানরাও। ভারতীয় মুসল্লিরা বাংলাদেশ সরকারের প্রতি আকুতি জানালেন এই সমস্য সমাধানের।

বাধ্য হয়ে অনেক মুসল্লিই ১০ টাকা দিয়ে ওযুর পানি আর ৩০ টাকা দিয়ে গোসলের পানি কিনে সাড়ছেন তাদের ওযু-গোসলের কাজ।

খাবার পানিরও সংকট ইজতেমা ময়দানে। আর এতে সবচেয়ে বেশী সমস্যায় পরেছেন ইজতেমায় আগত বয়-বৃদ্ধরা।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top