ফাল্গুন ও ভালোবাসা দিবস ঘিরে ফুলের বাজার সরগরম
রায়হান রাজীব | প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০২৪, ১২:২২
‘বসন্ত আজ আসল ধরায়/ফুল ফুটেছে বনে বনে/শীতের হাওয়া পালিয়ে বেড়ায় ফাল্গুনী মোর মন-বনে/ফুলগুলি হায় ঝরেছিল হিমেল হাওয়ার পরশনে/দখিন হাওয়ার হিল্লোলে আজ প্রিয়তমের স্পর্শ নে...।’
কোনো উৎসবে ফুলই হয়ে উঠেছে এখন প্রধান অনুষঙ্গ। আজ পয়লা ফাল্গুন। সঙ্গে হাজির বিশ্ব ভালোবাসা দিবস। এর সঙ্গে এবার যুক্ত হয়েছে সরস্বতীপূজাও। এমনিতে ভালোবাসা দিবস ও পয়লা ফাল্গুনে ফুলের ব্যবসা জমজমাট থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। গতকাল মঙ্গলবার থেকেই বেচাকেনা শুরু হয়েছে।
ফুল ব্যবসায়ীরা বলছেন, কয়েক বছর ধরে পয়লা ফাল্গুন ও ভালোবাসা দিবস একই দিনে উদ্যাপিত হওয়ায় বিক্রি কিছুটা কমেছে। তারপরও তাঁদের প্রত্যাশা, এবার ভালো বিক্রি হবে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।