রাফাতে আক্রমণ থামানোর আহ্বান দক্ষিণ আফ্রিকার
রায়হান রাজীব | প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০২৪, ১৬:২৪
দক্ষিণ গাজার রাফায় ইসরায়েলের আক্রমণ বন্ধ করতে আন্তর্জাতিক আদালতে আবেদন জানালো সাউথ আফ্রিকা।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) মধ্যপ্রাচ্যভিত্তিক নিউজসাইট মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ গাজার রাফা শহরে পরিকল্পিতভাবে হামলা শুরু করেছে ইসরাইল। এরপর থেকেই দেশটির প্রতি বিদেশী চাপ বাড়তে শুরু করে। ইতালি-ফ্রান্স থেকে শুরু করে ইউরোপীয় অনেক দেশ এবং মানবাধিকার সংস্থা এর জন্য উদ্বেগ প্রকাশ করে। এরই ধারাবাহিকতায় দক্ষিণ আফ্রিকা আইসিজেকে এই হামলা বন্ধে হস্তক্ষেপের জন্য আহ্বান জানায়।
তারা বলেছে, যদি আন্তর্জাতিক মহল এখন ইসরাইলি হামলা বন্ধে এগিয়ে না আসে, তাহলে সেখানে বড় ধরণের বিপর্যয় ঘটবে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।